Course Details - কোর্স বিবরণ

জীববিজ্ঞান ১ম পত্র - ৮ম অধ্যায়ঃ টিস্যু ও টিস্যুতন্ত্র

  • কোর্স মেয়াদ

    3 দিন
  • কোর্স শ্রেণী

    Class Eleven, Twelve & HSC Exam
  • কোর্স বিষয়

    Biology

টিস্যু: একই গঠন বিশিষ্ট এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং উৎপত্তি যদি অভিন্ন হয় তাদের টিস্যু বলে

ভাজক টিস্যু: যে সব টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে (যেমন – কান্ড ও মূলের শীর্ষে, কচি পাতায়), পুষ্প, কান্ডমুকুল, পর্বমধ্য ও কান্ডের পরিধিতেও ভাজক টিস্যু থাকে। ভাজক কোষ দিয়ে ভাজক টিস্যু গঠিত হয়৷