ক্যাশব্যাক নিয়ম

কোর্স নিবন্ধন থেকে ক্যাশব্যাকঃ

১। কোর্স নিবন্ধন থেকে প্রাপ্ত ক্যাশব্যাক ফাইজা’স অনলাইন এডুকেশনে আপনার অ্যাকাউন্ট এর ওয়ালেটে জমা হবে।

বন্ধুকে রেফার করা থেকে ক্যাশব্যাকঃ

১। কোন বন্ধু আপনার রেফারেন্স কোড ব্যাবহার করে ফাইজা’স অনলাইন এডুকেশনে রেজিস্ট্রেশন করলে এবং ১ম বার কোন কোর্স নিবন্ধন করলে ৫০% ক্যাশব্যাক আপনার ওয়ালেটে জমা হবে। পরবর্তীতে সে যতবার কোর্স নিবন্ধন করবে তার ১০% ক্যাশব্যাক আপনার ওয়ালেটে জমা হবে।

ওয়ালেটের টাকা ব্যাবহারের নিয়মঃ

১। ওয়ালেটের টাকা দিয়ে যে কোন কোর্স নবন্ধন করা যাবে।

২। ওয়ালেটের টাকা দিয়ে কোন কোর্স নিবন্ধন এর ক্ষেত্রে কোন প্রকার ক্যাশব্যাক (ক্যাশব্যাক অফার এবং রেফারেন্স ক্যাশব্যাক) প্রযোজ্য হবে না।

৩। কোন কোর্স নিবন্ধন এর ক্ষেত্রে যদি ওয়ালেটে সম্পূর্ণ কোর্স ফি জমা না থাকে তাহলে ওয়ালেটের টাকা ব্যাবহার করা যাবে না।